বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৩

মান্দায় নির্বাচনী সহিংসতা ৩০৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের!  

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১  

নিহত রানা উত্তর শ্রীরামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে এবং বাবুল চৌধুরী'র বি আর সুপার পরিবহনের ম্যানেজার ছিলেন বলে জানা গেছে। 

 নির্বাচনী সহিংসতায় অতর্কিতভাবে চাইনিস কুড়াল দিয়ে হামলা চালিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গনেশপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন  আওয়ামীলীগ সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী   হানিফ উদ্দিন মণ্ডলসহ ১০৪ জনের নাম উল্লেখ পূর্বক আরো অজ্ঞাত নামা ২০০ জনকে আসামি করে বৃহস্পতিবার দিবাগত রাতে থানায় বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করেন নিহতের মা রেজিয়া বিবি।

উল্লেখ্য , ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের পর গনেশপুর ইউনিয়নের সতীহাট বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হানিফ উদ্দিন মন্ডল এবং আনারস প্রতীকের  স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী  শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের  নেতা কর্মীদের মাঝে নির্বাচনী  প্রচার- প্রচারণা ও প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এ হামলায় উভয় পক্ষের অন্তত ৮ জন কর্মী আহত হয়েছিলেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে হানিফ চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর অতর্কিত হামলার শিকার হয়ে মাথায় প্রচন্ড আঘাতে রক্তাক্ত হওয়ায় গুরুতর জখম হওয়ায় মুমূর্ষু অবস্থায়  রানাকেও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে রানার অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে নেয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঘটনার ৭ দিন পর অবশেষে  ১৮ নভেম্বর বৃহস্পতিবার ভোররাত ৪ টার দিকে  মারা যান তিনি।
                                                                  

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন , নিহতের মা রেজিয়া বিবি  বাদি হয়ে হানিফ চেয়ারম্যানসহ ৩০৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা সবাই পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতারের চেষ্টা  চলছে।#

এই বিভাগের আরো খবর